হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০২২

১২ দিন পর হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু

ছবি : সংগৃহীত

পূর্বের আমদানিকৃত পেঁয়াজ বিক্রি না হওয়ায় দীর্ঘ ১২ দিন বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে বন্দর দিয়ে এই ৩টি ট্রাকে ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন ঊর রশীদ বলেন, গত ২৯মার্চ পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যাবে এই খবরে বন্দরের আমদানিকারকগণ ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করেন। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পেঁয়াজের বাজারে ধ্বস নেমেছিল। ক্রেতা না থাকায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাওয়ায় আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হন।

ইতোমধ্যেই বন্দরে আমদানিকারকদের গুদামে পেঁয়াজের মজুদ শেষ হয়ে গেছে। তাই আবারো বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এতে করে রমজানে পেঁয়াজের দাম বাড়বেনা দাম নাগালের মধ্যেই থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,হিলি স্থলবন্দর,পেঁয়াজ,আমদানি শুরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close