কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০২২

চলতি মৌসুমে টমেটো চাষ করে লাভবান কৃষক

গত বছরের তুলনায় চলতি মৌসুমে টমেটো চাষ করে লাভবান কৃষক। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার টমেটো চাষিরা বলছেন, গত বছরের ক্ষতি পুষিয়ে এবার লাভের মুখ দেখছেন তারা।

কৃষকরা জানান, গত বছর টমেটো চাষে বিপর্যয় দেখা দিয়েছিল। এতে কৃষকরা টমেটো চাষে আগ্রহ হারিয়ে ফেলছিল। অনেকে আবাদের খরচই তুলতে পারেনি। এ বছর টমেটোর ফলন বেশি পাওয়ায় গত বছরের ক্ষতিও পুষিয়েছেন বলে জানান টমেটো চাষিরা।

তারা আরো বলেন, এ বছর শুরু থেকেই টমেটোর ফলন বেশি, দামও দ্বিগুণ পেয়ে খুশি এখানকার কৃষকরা।

উপজেলার কান্দিউড়া ইউনিয়নের টমেটো চাষি মাকছুম মিয়া বলেন, গত বছর টমেটো চাষ করে অনেক লোকসান গুনতে হয়েছিল। এবছর বাজারে টমেটোর দাম ভালো। বছরের শুরুতেই লাভ পেয়েছি। টমেটোর সাইজ বড় বড়। প্রতি মণ ১৬ থেকে ১৮ শ টাকায় শুরুতেই বিক্রি করেছি। এখনো ক্ষেতে যা আছে তাতে আরও বেশি লাভবান হবো। এতে খরচের দ্বিগুণ টাকা লাভ হবে বলে আশা করছি।

অপর চাষি হুসেন মিয়া বলেন, গত বছর টমেটো চাষ করেছিলাম। তাতে গাছের অবস্থা খারাপ ছিল। ফলন ভালো হয়নি অনেক গাছ মরে গিয়েছিল। বাজারে দামও কম ছিল। লাভ হয়নি লোকসান হয়েছিল। এ বছর টমেটো গাছ ভালো হয়েছে। গত বছরের চেয়ে এ বছর গাছে ফলন বেশি হয়েছে। বাজারে দামও বেশি তাই লাভবান হয়েছি।

কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবির বলেন, টমেটো আবাদে অল্প ব্যয়ে লাভ বেশি এজন্য কৃষকদের মধ্যে টমেটো চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এ বছর টমেটো আবাদ করে কৃষকরা খুবই খুশি। কারণ এ বছর ফলন বেশি হয়েছে। বাজারে টমেটো চাহিদাও রয়েছে এবং বাজারে দামও বেশি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টমেটো,চাষি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close