reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২২

পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

নারায়ণগঞ্জের মদনপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ১৬ ইউনিট।

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে মদপুরের ওই পোশাক কারখানায় আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ৪টা ৩০ মিনিটের দিকে জাহিন গার্মেন্টসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথম ইউনিট পৌঁছায় ১৫ মিনিটের মধ্যেই ৪টা ৪৫ মিনিটে।

সর্বশেষ ১৬ টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১০ ইউনিট,পোশাক কারখানা,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close