গাজী মো: শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ২৮ জানুয়ারি, ২০২২

জরাজীর্ণ স্কুল ঘরে ঝুঁকি নিয়ে শিশুদের পাঠদান

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ঘরে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বলেন, স্কুলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর এলাকাবাসীর চেষ্টায় টিনশেডে এ বিদ্যালয় স্থাপন করা হয়। গ্রামঞ্চলের ছাত্র-ছাত্রীরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে। ২০০৪-২০০৫ অর্থ বছরে ২ কক্ষের একটি আধাপাকা ঘর নির্মাণ করা হয়। এ ঘরে এখন প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস নেয়া হয়। ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে পুরোনো সেই জরাজীর্ণ টিনশেড ভবনে অনান্য শ্রেণির ক্লাসও নিতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ আধাপাকা ঘরটি সংস্কার অভাবে এখন ব্যবহারে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

এ অবস্থায় চরম ঝুঁকিতেই শিক্ষার্থীরা ক্লাস করতে বাধ্য হচ্ছে। ছাত্রছাত্রীর অভিভাবকেরা প্রতিদিন এ সমস্যার কথা তুলে নতুন ভবন স্থাপনের দাবি করছেন। তাছাড়া স্কুলের ছেলে মেয়েদের টয়লেট অনেক আগেই অকেজো হয়ে পড়েছে। ফলে কোমলমতি শিশুদের স্কুলের আশপাশে খোলা আকাশের নিচে তাদের প্রাকৃতিক কার্য সম্পন্ন করতে হয়।

উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে তাদের ধ্বংসপ্রায় ঘরটি সরিয়ে সেখানে নতুন শ্রেণিভবন নির্মাণে শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হয়েছে। এখনও নতুন ভবন নির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। এতে চরম সমস্যায় পড়েছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন বলেছেন, ইতিমধ্যেই উল্লেখিত বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেণি ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরে তালিকা পাঠানো হয়েছে। এসব বিদ্যালয়ে নতুন শ্রেণি ভবন নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া,ঝুঁকিপূর্ণ,আধাপাকা ঘর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close