ফরিদপুর প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২২

সালথায় স্বামী-স্ত্রীর বিষপান, স্বামীর মৃত্যু

প্রতীকী ছবি।

ফরিদপুরের সালথা উপজেলায় স্বামী-স্ত্রী একসাথে বিষপানে আত্মহত্যার চেষ্টার করেছে বলে জানা গেছে। এতে স্ত্রী বেঁচে গেলেও স্বামী মারা গেছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকালে ফরিদপুর সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে স্বামী মারা যান। মারা যাওয়া ব্যক্তি উপজেলার যদুনন্দী ইউনিয়নের যগনাথদী গ্রামের আলীম সরদারের পুত্র শাহাদাত সরদার (২৮)।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি ) রাতে ওই যুবক ও তার স্ত্রী বিষ পান করে। পরিবারের লোকজন রাতেই দুইজনকেই পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসায় স্ত্রী সুস্থ হলেও স্বামী শাহাদত সরদারের অবস্থা অবনতি হয়।

পরে বুধবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

সালথা থানা অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সালথা,স্বামী-স্ত্রীর বিষপান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close