পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২২

পলাশবাড়ীতে চুরি-ছিনতাই বৃদ্ধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ব্যাপকহারে চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটায় সাধারণ জনমনে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। জানমাল রক্ষা করতে রাতের ঘুম বাদ দিয়ে পাহারা দিচ্ছে এলাকাবাসী।

সম্প্রতি,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইতোপূর্বে আইন-শৃঙ্খলার অবস্থা স্বাভাবিক থাকলেও অতীতের যেকোন সময়ের তুলনায় আইন শৃঙ্খলার অবনতি বৃদ্ধি পেয়েছে। এ কারনে চুরি, ছিনতাইসহ অপরাধ প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সন্ধ্যার পর রাস্তাঘাটে চলাফেরা জানমাল নিয়ে দুঃচিন্তায় পড়েছে।

পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের আনছার আলীর ছেলে সহকারী শিক্ষক আতিয়ার রহমান স্থানীয় কাশিয়াবাড়ী বাজারে বিকাশ, নগদ, ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা নিয়ে টাকা লেনদেনের ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ১৯ জানুয়ারি ব্যবসায়ী লেনদেন শেষে রিয়া টেলিকম বন্ধ করে রাত ১০ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে কাশিয়াবাড়ী মৌজাস্থ আহসান প্রামানিকের বাড়ির পশ্চিম পাশ্বে রাস্তার উপর অজ্ঞাতনামা ২জন মোটরসাইকেল নিয়ে তার গতি রোধ করে। চোখে গুল ধুলাবালি ছিটিয়ে কিলঘুষিসহ লাথি মেরে রাস্তার পাশের জমিতে ফেলে দিয়ে তার কাছ থেকে ব্যবসার নগদ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের পল্লী চিকিৎসক মহসিন আলীর ছেলে ভ্যানচালক আবু নাসের বাবু মিয়ার গত ২১ জানুয়ারি (শুক্রবার) রাত টার দিকে গোয়াল ঘরে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকার ৩টি গরু চুরি হয়।

পলাশবাড়ী পৌর শহরের নিকটবর্তী সুনামধন্য শিল্পী হোটেলের উত্তরপার্শ্বে জাতীয় মহাসড়ক সংলগ্ন গোলাম রব্বানীর ঝালাই কারখানা প্রতিদিনের ন্যায় ২১ জানুয়ারি (শুক্রবার) রাত ১১টার সময় দোকান বন্ধ করে বাড়িতে যান। পরেরদিন শনিবার সকালে দোকান খোলামাত্র চোখে পড়ে পিছনের ইট খুলে সিঁদ কেঁটে ঝালাই কাজে ব্যবহৃত প্রায় ২০ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে।

২২ জানুয়ারি (শনিবার) সন্ধা টার সময় উপজেলার বাড়াই পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে আবু সায়িদের ব্যাটারী চালিত অটোরিকশা সাথী সিনেমা হলের সামন থেকে চুরি হয়।

পৌরসভার নং ওয়ার্ডের হরিণমাড়ী গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে বকুলের প্রাচীর টপকিয়ে এবং পাশের বাড়ি থেকে হাড়ি-পাতিলসহ দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়াও থানার ' গজ দুরে দক্ষিণে ঝালাইয়ের দোকানের পিছনের ইটের দেওয়ালের ইট খুঁলে দামি জিনিস পত্র চুরি করে নিয়ে যায়।

২২ জানুয়ারি (শনিবার) রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সগুনা গ্রামের মিলন মন্ডলের গোয়াল ঘর থেকে গরু চুরি করে বের করলে বাড়ির লোকজন টের পাওয়ায় সংঘবদ্ধ চোরদল গরু রেখে পালিয়ে যায়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদরানা জানান, মামলা নিয়েছি, চোর ধরার চেষ্টা করছি। অপরাধীদের ধরতে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুরি,ছিনতাই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close