শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২২

শ্রীপুরে লাইনচ্যুত ট্রেন ১২ ঘন্টা পর উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশনে দুর্ঘটনায় কবলিত মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ১২ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে উদ্ধারকারী দল ট্রেনটি উদ্ধার অভিযান শুরু করে। শক্রবার (২১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়।

জানান যায়, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মহনগঞ্জগামী ৪৩নং আপ মহুয়া কমিউটার এক্সট্রেস ট্রেনটি কাওরাইদ রেল ষ্ট্রেশনের সামনে স্লিপার খোলা লাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।

গফরগাঁও জুনের দায়িত্ব প্রাপ্ত পারমানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পি ডব্লিউ আই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বৃহস্পতিবার বিকাল চারটায় ময়মনসিংহ থেকে ঘটনাস্থলে রিলিপ ট্রেন আসে। সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। একাধিকবার রিলিপ ট্রেনের ক্যারেনটি যান্ত্রীক ত্রুটি দেখা দিলে উদ্ধার অভিযান ব্যহত হয়। একপর্যায়ে ক্যারেনটি বিকল হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিপ ট্রেন এসে পুনরায় উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার ভোর ছয়টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত হয়।

মোস্তাফিজুর রহমান আরও জানান, ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলওয়ের এ্যাসিসস্টেন্ড ট্রাফিক ইন্সপেক্টর (এটিও) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাওরাইদ রেলষ্ট্রেশনের কর্মরত স্টেশন মাস্টার মো. আমিনুল ইসলাম জানান, স্টেশনের মেইন লাইনটি মেরামত করা হয়েছে। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীপুর,লাইনচ্যুত ট্রেন,উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close