ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২২

শীতের রাতে কম্বল পেয়ে বেজায় খুশি হরিজন সম্প্রদায়

ছবি : প্রতিদিনের সংবাদ

হাঁড় কাঁপানো শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছিল জামালপুরের ইসলামপুর পৌর শহরের হরিজন সম্প্রদায়ের দুস্থরা, কিন্তু অর্থের অভাবে তাদের শীতবস্ত্র কিংবা কম্বল কেনার সামর্থ্য ছিল না। পুরোনো ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে হতো তাদের।

হরিজন সম্প্রদায়ের দুস্থদের এই দুর্দশার খবর জানতে পারেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে পৌরশহরের দেনুয়ারমোড় ও রেলস্টেশন এলাকায় হরিজন কলোনীতে প্রায় দেড়শতাধিক শীতবস্ত্র (কম্বল) নিয়ে হাজির হন মহিলা এমপি।

এরপর তিনি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বৃদ্ধা-শিশু, নারী-পুরুষের গায়ে একটি করে শীতের কম্বল জড়িয়ে দেন। শীতের কম্বল পেয়ে দুস্থ হরিজন বৃদ্ধা-শিশু, নারী-পুরুষের মুখে হাসি ফুটে উঠে।

হরিজন কলোনির বাসিন্দারা বলেন, আমরা মেথর (হরিজন) বলে সবাই আমাদের ঘৃণা করে। এবার অনেক শীত পড়লেও কেউ আমাদের একটি কম্বলও দেয়নি। মহিলা এমপি আমাগরে খোঁজখবর নিয়ে শীতের নতুন কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমরা অনেক খুশি।

এরপরে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত পৌর শহরের কাঁসারি পাড়া এলাকায় কাঁসা শিল্প কারিগরদের বাড়ি বাড়ি গিয়ে ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

মহিলা এমপি হোসনে আরা বলেন, প্রকৃত দুস্থরা যাতে কম্বলটা হাতে পায় তাই আমি নিজেই ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জামালপুর,ইসলামপুর,হরিজন সম্প্রদায়,কম্বল বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close