আবু সাঈদ কাউসার, চাঁদপুর জেলা প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২২

চাঁদপুরে নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁদপুর জেলা সদরের নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। যা ঐ ছাত্রী নিবাসের মোট শিক্ষার্থীর এক চতুর্থাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ২৫০ শয্যার সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান।

একান্ত সাক্ষাতকারে ডা. মাহাবুবুর রহমান বলেন, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিবাসের ১৮৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছে।

ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর ও ছাত্রী নিবাসের ইনচার্জ সেলিনা আক্তার জানান, আমরা প্রথম ১০ জনের করোনা পরীক্ষা করি, এদের মধ্যে ছয় জনই পজিটিভ। পরে নার্সিং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আমরা আরো ১০ জনের করোনা পরীক্ষা করি, এর মধ্যে সাত জনের রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে আমরা বাকি সকল শিক্ষার্থীর করোনা পরীক্ষা করালে আরো ৩৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরই প্রেক্ষিতে আমরা ছাত্রী নিবাসের সকলকেই হোম কোয়ারেন্টিনে রেখেছি।

তিনি আরও বলেন, আমরা যারা ছাত্রী নিবাসের কর্মকর্তা ও কর্মচারী আছি, তাদের সকলেরই নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হবে।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি হাসপাতালের কোভিড চিকিৎসক ডা. মাসুদ রানা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক সর্বদা শিক্ষার্থীদের খোঁজখবর রাখছেন।

বর্তমানে হোম কোয়ারেন্টিনে থাকা সকল শিক্ষার্থীই মোটামুটি ভালো আছে জানা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,নার্সিং ইনস্টিটিউট,শিক্ষার্থী,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close