বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২২

মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

বাবুগঞ্জে মরিয়ম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর-লাশঘাটা সড়কের পশ্চিম ভূতেরদিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা এলাকায় ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

গত ১৩ জানুয়ারি মরিয়ম বেগমকে ধর্ষণ করে হত্যা মামলায় গ্রেপ্তাতার হওয়া আসামি সুমন ফকির ও শয়ন শীলের ফাঁসির দাবিতে ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় সকল পেশার কয়েক হাজার মানুষ দল মত নির্বিশেষে অংশ নিয়েছে। শিশু-কিশোরদের হাতে হাতে প্লাকার্ডে একটি দাবিই লেখা ছিল, ধর্ষকদের ফাঁসি চাই হত্যাকারীর ফাঁসি চাই, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে সমবেত বিক্ষুব্ধ জনতা হয়ে একপর্যায়ে বিক্ষোভ মিছিল শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালিত হয়।

কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরে আলম বেপারীর সভাপতিত্বে ও কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম মাছুম মৃধার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন নূর কমান্ডার, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মৃধা, কেদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মিল্টন, সমাজসেবক আ. রশিদ হাওলাদার, ইউপি সদস্য মো. মিজানুর রহমান সিকদার, আমির হোসেন মৃধা, পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মাসুদুর রহমান প্রমূখ।

এ সময় বিক্ষোভকারীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি করেন এবং ধর্ষকদের পরিবারকে সমাজ থেকে বয়কট করার ঘোষণা দেন।

বাবুগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় সুমন ও শয়নকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করেছেন থানা পুলিশ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবুগঞ্জ,মরিয়ম হত্যা,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close