শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২২

ফকির সেজে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেল

ফকির বেশে বাড়িতে ঢুকে গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে প্রতারক চক্র।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামে। এঘটনায় বাড়ির মালিক জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, সকালে বাড়িতে একা ছিলেন পুত্রবধূ ফাতেমা আক্তার (১৯)। এসুযোগে অজ্ঞাত দৃই ব্যক্তি ফকির বেশে বাড়িতে প্রবেশ করেন। এ সময় আরও দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন।

অজ্ঞাতরা গৃহবধূকে হত্যার ভয় দেখিয়ে ঘরের ভেতর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। গৃহবধূ বাধা দিলে তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন অজ্ঞাতরা। এসময় ঘরে থাকা ক্যাবিনেট থেকে নগদ দুই লাখ টাকা, সাড়ে তিনভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যান।

দুপুরে জহিরুলের ছেলে মোশারফ হোসেন বাড়িতে গিয়ে ঘরের মালপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। গৃহবধূ ফাতেমা আক্তারও অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিলেন। গুরুত্বর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) অংকুর কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মালামাল,ফকির,শ্রীপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close