হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২২

হালদায় অভিযানে ৬৫০০ মিটার জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, হালদা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ মিটার ঘেরা জাল, বর্শি ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট হতে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকা জুড়ে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন নৌপুলিশ, গ্রামপুলিশ ও আইডিএফ এর মৎস কর্মকর্তারা।

এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালদা,জাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close