টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২২

টেকনাফে ব্যাগভর্তি ১৩ কোটি টাকার আইস উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

কক্সবাজার টেকনাফ অভিযান চালিয়ে ১২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৫০০ গ্রাম আইস জব্দ করেছে কোষ্টগার্ড।

শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের সমুদ্র উপকূলবর্তী দরগারছড়া নামক স্হানে অভিযান চালিয়ে মাদকের চালানটি আটক করা হয়।

এ বিষয়ে দুপুরে টেকনাফ কেরুনতলী কোস্ট গার্ডের পূর্বজোন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেঃ এম, নাইম উল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আমরা টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া নামক স্হানে অবস্থান নেই। এ সময় সাগর পাড় এলাকা থেকে এক ব্যক্তি ব্যাগ হাতে নিয়ে ঝাউবনের দিকে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তাকে থামানোর জন্য সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি হাতে থাকা ব্যাগটি ঝাউবনে ফেলে দৌড়ে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৫০০ গ্রাম আইস জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আইস টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,টেকনাফ,ঝাউবন,আইস মাদক উদ্ধার,কোস্টগার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close