reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

বেলুন বিক্রেতার সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৪১

কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের বেরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের নিজের বানানো সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ৪১ জন। এর মধ্যে নিজ পরিবারের সদস্যই রয়েছে ৬ জন। বাকিরা প্রতিবেশি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামের বেলুন ব্যবসায়ী আনোয়ার হোসেন নিজের তৈরি সিলিন্ডারে বেলুন ফোলানোর সময় বাড়ির মানুষজন ভিড় জমান। এ সময় হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

পেশায় রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মেলার মৌসুমে পাইকারদের কাছে এভাবে বেলুন ফুলিয়ে পাইকারি ও খুচার বিক্রি করতেন। আর এতেই চলতো তার পরিবার।

বৃহস্পতিবার বেলুনের একটি বড় অর্ডার আসে। সেই সঙ্গে সামনের শনিবার বেরুলিয়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ২০০ বছরের ঐতিহ্যবাহী ঠান্ডাকালি মেলা। ওই মেলায় বিক্রি হয় হাজার হাজার বেলুন। ফলে বেলুন ফুলিয়ে বিক্রির জন্য জমা করছিল।

হঠাৎ বিস্ফোরণে বেলুনের মতোই চুপসে গেলো সব। নিজের হাতে তৈরি করা গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন বানাতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত হন আনোয়ার হোসেনের পরিবারের ৬ সদস্য সহ মোট ৪১ জন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, এক পাশে অর্ধদগ্ধ আনোয়ারের ছয় বছরের মেয়েকে নিয়ে বসে আছেন তার বোন ফারহানা আক্তার। তিনি জানান, ভাইয়ের পরিবারের ছয় জন এই বিস্ফোরণে ঝলসে গেছে। ছয় জনের চার জনই শিশু। তারা হলেন- আনোয়ারের বোন নাছরিন (২৮), বড় মেয়ে আফনান (৮), ছোট মেয়ে মরিয়ম (৬), তার বোনের ছেলে নাজমুল (৭) ও বোনের মেয়ে নুসরাত (৩)।

এছাড়াও আহতরা হলেন- বিরলী গ্রামের বেলুন বিক্রেতা আনোয়ার হোসেন (৫৫), সাইদুল ইসলাম (৫৫), শাহ আলম (১৫), আবদুর রব (২৭), শফিকুল ইসলাম (১৫), রুজি (১০), বাছির মিয়া (১৩), পপি (১০) ও নাঈম (১৫)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

এদিকে নিজের দুই মেয়ে ও স্বামীর ঝলসে যাওয়া শরীর দেখে জ্ঞান হারিয়ে ফেলেন আনোয়ারের স্ত্রী। বিকাল থেকে বাকরুদ্ধ আনোয়ারের স্ত্রী ঘরেই পড়ে আছে বলে জানান বোন ফারহানা।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ ইমরান জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি আছেন ২২ জন। তাদের কেউই শঙ্কামুক্ত নন। তবে আনোয়ার ও তার ছয় বছরের মেয়ে মরিয়মের অবস্থা বেশি আশঙ্কাজনক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,কুমিল্লা,আহত,সিলিন্ডার বিস্ফোরণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close