আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর

  ১২ জানুয়ারি, ২০২২

চার বছরেও শেষ হয়নি মাদারীপুর বাস টার্মিনালের কাজ

চার বছর আগে মাদারীপুর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হলেও এখনো তা আলোর মুখ দেখেনি মাদারীপুরবাসী। অথচ প্রতি বছর নির্মাণ ব্যয় বেড়ে এখন তা দেড় কোটি টাকায় গিয়ে ঠেকেছে। এতে ক্ষুব্ধ হয়ে পরেছে নাগরিক সমাজ। বাস টার্মিনাল না থাকায় শহরের বাস ও মিনিবাস রাস্তার উপরে রাখতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

মাদারীপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের গৈদি মৌজার পাকদী এলাকায় ৪ একর ৩৭ শতাংশ জমি ২ কোটি ৪৮ লাখ টাকায় অধিগ্রহণ করে পৌর কর্তৃপক্ষ। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ২০১৮ সালের নভেম্বর মাসে তিনতলা আধুনিক বাস টার্মিনালের কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারী প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিডেটকে। নির্মাণ কাজ ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। পরে পৌর কর্তৃপক্ষ আরও দুই বছর কাজের মেয়াদ বৃদ্ধি করে।

প্রথম পর্যায় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ২২ লাখ টাকা। পরে সেটি বাড়িয়ে ২৪ কোটি ৪৮ লাখ টাকা করা হয়। মাদারীপুরের এক বাসিন্দা বলেন, নতুন বাসস্ট্যান্ডে অনেক বছর ধরে টার্মিনাল বানানোর কাজ চলতে দেখছি। কবে কাজ শেষ হবে জানি না। তবে পৌর কর্তৃপক্ষের উচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দিয়ে দ্রুত কাজটি করিয়ে নেওয়া। এক বছরের কাজ ৪ বছর ধরে করছে।

মাদারীপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, গত ৪ বছর ধরে বাসস্ট্যান্ডে নতুন ভবন নির্মাণ করায় ওখানে শহরের কেউ পরিবহন পার্কিং করে রাখতে পারে না। আমাদের সব পরিবহন গত ৪ বছর ধরে শহরের রাস্তার উপরে রাখতে বাধ্য হচ্ছি। এতে একদিকে যেমন ঘটছে দুর্ঘটনা, অন্যদিকে রাস্তায় যানজট লেগে জনগণেরও ভোগান্তি হচ্ছে।

মাদারীপুর পৌর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, করোনার কারণে শ্রমিক ও মালামাল সংকটের জন্য টার্মিনাল নির্মাণের কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে নির্মাণ কাজ এখন প্রায় শেষের পথে। টার্মিনাল অত্যাধুনিক মানের করা হচ্ছে। এখানে যাত্রীরা খুবই উন্নত মানের সেবা পাবে। তবে নির্মাণ ব্যয় বাড়ানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিং কোং লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার মো. আমান বিশ্বাস বলেন, আমরা মাদারীপুরের বাস টার্মিনালের কাজ যত দ্রুত শেষ করা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ এগুচ্ছি। কাজটি শেষ হতে আর বেশিদিন লাগবে না।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, বিদেশি বাস টার্মিনালের আদলে আধুনিক বাস টার্মিনাল তৈরি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাস টার্মিনাল,মাদারীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close