রাজশাহী ব্যুরো

  ১২ জানুয়ারি, ২০২২

রাজশাহীতে ফের বাড়ছে করোনা সংক্রমণ

কিছু সময় বিরতির পর রাজশাহীতে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহীতে করোনায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫৭ শতাংশে। যা বিগত সপ্তাহেও পাঁচ শতাংশের নিচে ছিল।

এ তথ্য বুধবার (১২ জানুয়ারি) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টার।

এই তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বলেন, গত ২৮ ঘন্টায় মারা যাওয়া দুই জনের বয়স ৬০ বছরের বেশি। যাদের একজন নারী ও একজন পুরুষ। তারা করোনার উপসর্গ নিয়ে নাটোর থেকে রামেক হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে নতুনভাবে আরও ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা ইউনিটে মোট ২৭ জন রোগী ভর্তি ছিল।

তিনি আরও জানান, সর্বশেষ মঙ্গলবার রাজশাহী জেলার ২১৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৬ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে নমুনা পরীক্ষার বিপরীতে দেখা যাচ্ছে বর্তমানে রাজশাহীতে করোনায় সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। তাই এখনই স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে আগের ন্যয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,বাড়ছে করোনা,করোনা সংক্রমণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close