নরসিংদী প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২২

নরসিংদীর নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ

ছবি : প্রতিদিনের সংবাদ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ১২ ও নরসিংদী সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে রায়পুরার মরজাল ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান মামলা জটিলতার কারণে শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।

বুধবার (১২ জানুয়ারি) সকালে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে নরসিংদী জেলার ২০ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণদের শপথ পাঠ করান নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।

নরসিংদী সদর উপজেলার যারা শপথ নিয়েছেন, নজরপুর ইউপি চেয়ারম্যান সাইদুল হক স্বপন, হাজীপুর ইউপি চেয়ারম্যান ইউসুফ খাঁন পিন্টু, করিমপুর ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান আপেল, কাঠালিয়া ইউপি চেয়ারম্যান এবাদুল্লা, আমদিয়া ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে রহিছ মিঠু, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত, শিলমান্দী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার, পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পাইকারচর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, চিনিশপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান তুহিন,

রায়পুরা উপজেলার ১০ ইউপি থেকে যারা শপথ নিয়েছেন, রায়পুরা ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া মাসুদ, রাধানগর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন, ডৌকাচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, চান্দেকান্দী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজী সেলিম, উত্তরবাখন নগর ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া খাঁ, পলাশতলী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,নির্বাচিত ইউপি,চেয়ারম্যান,শপথ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close