reporterঅনলাইন ডেস্ক
  ১২ জানুয়ারি, ২০২২

নারায়ণগঞ্জে পুড়ল ককশিটের গুদাম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ককশিট তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এসব তথ্য জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আরেফিন।

এর আগে সকাল ১০টা ২৪ মিনিটে কারখানাতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চার ইউনিট সেখানে যোগ দেয়।

কারখানায় থাকা ককশিট ও যন্ত্রপাতি পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,ককশিট,গুদাম,ফায়ার সার্ভিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close