সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী যেখানে একখণ্ড কৃষি জমি অনাবাদি রাখা যাবে না, সেখানে প্রায় সাড়ে ৩ হাজার বিঘা জমি জলাবদ্ধতার কারণে অনাবাদি রয়েছে।

জলাবদ্ধতা নিষ্কাশনের লক্ষ্যে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর শ্যামনগর চকের মধ্য সায়েস্তা ও জার্মিত্তা ইউনিয়নের ভুক্তভোগী কৃষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন-সায়েস্তা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.অমর আলী, সায়েস্তা ইউপি সদস্য মো.সেলিম হোসেন, সায়েস্তা ইউনিয়ন আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, জার্মিত্তা ইউনিয়ন আ’লীগের সদস্য বিল্লাল হোসেন, সাবেক সায়েস্তা ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, আক্কাছ আলী মাদবর, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, আবুল হোসেন, আবজাল হোসেন, আলফেস উদ্দিনসহ স্থানীয় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানববন্ধন,জলাবদ্ধতা নিষ্কাশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close