শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

শিকারে এসে আটকা পড়ল শকুন

শ্রীমঙ্গলে ময়দা মিলে কবুতর ধরতে এসে আটক হয়েছে এক শকুন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে শহরতলীর মৌলভীবাজার রোডের আজমির ময়দার মিলে এ ঘটনা ঘটে।

ওই মিলের কর্মচারীরা জানায়, সকালে শকুনটি মিলের ছাদের উপর কবুতরের বাচ্চা ধরার জন্য কবুতরের ঘরে হানা দেয়। এ সময় মিলের কর্মচারীরা শকুনটি আটক করে। পরে কর্মচারীরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে যায়।

সজল জানান, সেবা ফাউন্ডেশনে শকুনটির স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ্য অবস্থায় দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্দানে অবমুক্ত করা হয়। এ সময় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, ফরেস্ট এফজি সুব্রত সরকার ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close