তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২২

সুনামগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সুনামগঞ্জের ছাতক উপজেলার কলেজছাত্র আল আমীন হত্যা মামলায় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জের দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার ছনুয়া গ্রামের আক্কাস মিয়া, মৌজরাই গ্রামের আজিজুল ইসলাম লক্ষণসোম গ্রামের সাইদুল হক। তারা আল আমীনের সঙ্গে একই কলেজে লেখাপড়া করতেন।

জানা গেছে, ঘটনার সময় আল আমীন জাউয়া বাজার ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দেবেরগাঁও গ্রামের সফিক উদ্দিনের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন তিনি। ২০১৬ সালের ১০ অক্টোবর দুপুরে কলেজে প্রাঙ্গণে আল আমীনের সঙ্গে তার সহপাঠী আক্কাস মিয়া, আজিজুল ইসলাম সাইদুল হকের ঝগড়া হয়।

ঝগড়া শেষে আল আমীন বাড়িতে যাওয়ার সময় সুনামগঞ্জ-সিলেট সড়কের বড়কাপন এলাকায় আক্কাস মিয়া অন্যরা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাকে কৈতক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় আল আমীনের বাবা আনফর আলী ওরফে কাছা মিয়া বাদী হয়ে আক্কাস মিয়াসহ তিনজনকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালে ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। সোমবার এই মামলায় রায় দেন আদালত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যাবজ্জীবন,কলেজছাত্র হত্যা,সুনামগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close