পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে পটুয়াখালী জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৫৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, বীর মুক্তযোদ্ধা সরদার আব্দুর রশিদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্য সন্তান, তাদের সম্মান জ্ঞাপন করা আমাদের প্রত্যেক প্রজন্মের কর্তব্য। আসলে তাদের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা তাদের ঋণ শোধ করতে পারব না।
আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।