
গ্রামে অনৈতিক কাজ, জুতার মালা পরিয়ে নারীকে শারীরিক নির্যাতন
গ্রামে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে এক নারীকে গলায় জুতার মালা পরিয়ে অকথ্য নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে বাগেরহাট মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে ঘটনাটি ঘটেছে। বুধবার সন্ধ্যায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধঘ্যম ফেইসবুকে ছড়িয়ে পরার পর নির্যাতিততাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য কাওছার চৌধুরীর বিরুদ্ধে ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্থা করার অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।
তবে বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বিষয়টি থানা পুলিশকে জানান। ওইদিনই সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্য মন্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শনে যান। তবে তারা গিয়ে ওই নারীকে এলাকায় পাননি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ইউপি সদস্য কাওছার চৌধুরীসহ বেশকিছু লোকজন ওই নারীর বাসায় যান। তারা তাকে জুতার মালা পরিয়ে মারধর করতে থাকেন। ওই সময় কয়েকজন এ ঘটনার ভিডিও ধারণ করেন।
তবে ইউপি সদস্য কাওছার চৌধুরী বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় অনৈতিক ও অসামাজিক কার্যক্রম করে আসছিল। সোমবার রাতে স্থানীয়রা এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে ধরে ফেলেন। পরে তাকে বিষয়টি জানালে তিনি সেখানে যান। এলাকাবাসীই ওই নারীকে মারধর করেছেন বলে তিনি দাবি করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল কিন্তু ওই নারীকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।