শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২১
গাজীপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে একাদিক মাদক মামলার আসামি হাবিবুর রহমান হাবি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
হাবিবুর রহমান পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড দারগারচালা এলাকার মৃত মহর আলীর ছেলে।
শ্রীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কাজ করে অসছিল।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন জানান, তার বিরুদ্ধে মাদক মামলার একাধিক ওয়ারেন্ট ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন