reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২১

বিজিবি’র অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

টেকনাফ ব্যাটালিয়ন-২ পরিচালিত বিশেষ অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করার কথা জানিয়েছে আধা-সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর টেকনাফের লেদা বিওপি’র টহলরত সদস্যরা মঙ্গলবার রাতে আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবন মাঠ এলাকা থেকে ওই ক্রিস্টাল আইস মেথ জব্দ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্বার্শবর্তী রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ১টি ব্যাগ উদ্ধার করেন। যাতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

পরবর্তীতে অভিযান পরিচালনা করেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো মাদক পাচারকারীকে আটক করা যায়নি।তবে পাচারকারীদের সনাক্ত করার জন্য বিজিবি ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিজিবি,মাদক,টেকনাফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close