হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২১

হাজীগঞ্জে ১১ ইউনিয়নে নৌকা পেলেন যারা, নতুন ছয় মুখ

বর্তমান চেয়ারম্যানদের মধ্যে বাদ পড়েছেন চারজন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে মুলতবি সভায় এই দুই বিভাগের প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

তালিকা সূত্রে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন—রাজারগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবদুল হাদী মিয়া, বাকিলা ইউনিয়নে মুহাম্মদ হাবিবুর রহমান লিটন, কালচোঁ উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আকতার হোসেন মিকন।

হাজীগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম মীর, বড়কুল পূর্ব ইউনিয়নে মো. আহসান হাবীব, বড়কুল পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, হাটিলা পূর্ব ইউনিয়নে মো. মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে কাজী নুরুর রহমান বেলাল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বাচ্চু ও হাটিলা পশ্চিম ইউনিয়নে একেএম মজিবুর রহমান।

এদিকে বর্তমান চেয়ারম্যানদের মধ্যে বাদ পড়েছেন—বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মেলেটারী ও হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন লিটু।

এ ছাড়া গত নির্বাচনে কালচোঁ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) গোলাম মোস্তফা স্বপন আওয়ামী লীগের প্রার্থী আবু নছর মিন্টু পাটওয়ারীকে পরাজিত করে এবং হাটিলা পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) জলিলুর রহমান মির্জা দুলাল আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন মিয়াজীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার এই দুই ইউনিয়নে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউপি নির্বাচন,আওয়ামী লীগ,নৌকা প্রতীক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close