বাগাতিপাড়া (নাটোর)  প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০২১

আপনাদের জন্য বুক পেতে দেবো : ইসি রফিকুল

নাটোরের বাগাতিপাড়াবাসীর জন্য বুক পেতে দেওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার জিমনেসিয়াম হলরুমে স্থানীয় প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন গ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার বলেন, এবারের ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রে কেউ লুট করতে এলে পুলিশ বসে থাকবে না, পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

কর্মশালায় জেলা প্রশাসক শামীম আহমেদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার লিটন কুমার সাহা, অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আসলাম, ইউএনও প্রিয়াংকা দেবী পাল।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, স্থানীয় নির্বাচন কর্মকর্তা আব্দু মজিদ ও বাগাতিপাড়া উপজেলা মডেল প্রেস ক্লাব’র সভাপতি কুতুব-উল-আলম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগাতিপাড়া,নাটোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close