কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২১

কাউখালীতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের তৃতীয় ধাপের নির্বাচনে এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ, অবৈধ টাকার লেনদেন বন্ধ, ক্ষমতার অপব্যবহার ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এলাকাবাসী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে পোলেরহাট নামক স্থানে হাজার হাজার নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাইসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়ার স্ত্রী বর্তমান চেয়ারম্যান এলিজা সাইদ বহিরাগতদের দিয়ে সাধারণ ভোটারদের উপর চাপ প্রয়োগ করা, হুমকি প্রদানসহ আচারণ বিধি লংঘনের অভিযোগ করেন।

তারা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এসময় বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ (চশমা প্রতীক), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন পলাশ (আনারস প্রতীক), সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু, আওয়ামী লীগ নেতা কাজী রফিকুল ইসলাম মিরন, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি রাসেল মাঝি প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানববন্ধন,নিরপেক্ষ নির্বাচন,কাউখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close