সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জে নৌকা প্রতীক পেলেন যারা

সিরাজগঞ্জে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী লীগসহ বিভিন্ন দলীয় মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। একদিকে মনোনয়ন অপর দিকে দিবারাত্রি ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে প্রার্থীরা পার করছে ব্যস্ত সময়।

ইতোমধ্যেই সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ২১ টি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ তালিকায় পুরাতনের চেয়ে নতুন মুখের আবির্ভাব বেশি পরিলক্ষিত হয়।

তিনটি উপজেলার মোট ২১ টি ইউনিয়নে নৌকা প্রতীক প্রাপ্তরা হলেন :

শাহজাদপুর উপজেলা ১০ টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন-কায়মপুর ইউনিয়নের এসএম হাসিবুল হক (হাসান), গাড়াদহ ইউনিয়নে সাইফুল ইসলাম, পেতাজিয়া ইউপিতে আলমগীর জাহান, রুপভাটি ইউপিতে আব্দুল মজিদ মোল্লা, গালা ইউপিতে আব্দুল বাতেন, বেলতৈল ইউপিতে সরকার মোহাম্মদ আলী, খুকনী ইউপিতে মুল্লুক চান, কৈজুরি ইউপিতে সাইফুল ইসলাম, নরিনা ইউপিতে আবু শামীম ও জামালপুর ইউপিতে সুলতান মাহমুদ।

চৌহালী উপজেলা ৭টি ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থীরা হলেন-সাদিয়াচাদপুর ইউপিতে জাহাঙ্গীর আলম, উমারপুর ইউপিতে আব্দুর রাজ্জাক, খাসকাউলিয়া ইউপিতে আবু সাইদ, বাগুটিয়া ইউপিতে আবুল কালাম, স্থল ইউপিতে নজরুল ইসলাম, ঘোরজান ইউপিতে আক্তারুজ্জামান সরকার, খাসপুকুরিয়া ইউনিয়নে আবু দাউদ।

কামারখন্দ উপজেলার ৪টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন-ভদ্রঘাট ইউপিতে আব্দুল মালেক খান, ঝাঐল ইউপিতে আলতাফ হোসেন ঠান্ডু, জামতৈল ইউপিতে মোকবুল হোসেন ও রায়দৌলতপুর ইউপিতে আব্দুর রাশিদ আকন্দ।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বলে জানান জেলা নির্বাচন অফিসার সহিদুল ইসলাম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌকা প্রতীক,সিরাজগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close