শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২১

শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে শহরতলীর ইছবপুর গ্রামের ধান ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রবিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টার দিকে স্থানীয় কৃষকরা জমির ধান কাটার সময় সাপটি দেখতে পায়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় কৃষকরা জানায়, প্রথমে সাপটি দেখে তারা ভয়ে জমি থেকে পালিয়ে যায়। পরে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানায়।

স্বপন দেব সজল বলেন, খবর পেয়ে ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করেছি। সাপটি লম্বায় ৪ ফুট। এটি বাচ্চা অজগর।

তিনি বলেন, বনে বাদারে বন্য প্রাণীদের খাদ্যের সংকট সৃষ্টি হওয়ায় একের পর এক বন্য প্রাণীদের লোকালয়ে আসার ঘটনা ঘটছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অজগর উদ্ধার,শ্রীমঙ্গল,ধান ক্ষেত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close