কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০২১

কোটালীপাড়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী নাহিদা মোল্লা (১৫)।

নাহিদা মোল্লা উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হাসুয়া গ্রামের ফুরু মোল্লার মেয়ে ও নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

রবিবার (২১ নভেম্বর) উপজেলার লাকিরপাড়া গ্রামের ইকবাল কাজীর ছেলে ইমরান কাজীর সাথে নাহিদা মোল্লার বিয়ে হওয়ার কথা ছিল। সে মোতাবেক নাহিদার পরিবারের পক্ষ থেকে বিয়ের সকল আয়োজন সম্পন্ন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমি হাসুয়া গ্রামে গিয়ে এর সত্যতা পাই। এই বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা শর্তে মুচলেকা নেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্কুলছাত্রী,বাল্যবিয়ে,কোটালীপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close