শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০২১

হাসপাতালে চার মাসের সন্তানকে রেখে পালিয়ে গেলেন মা

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাসের এক ছেলেকে রেখে পালিয়ে গেছেন মা।

বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে এ ঘটনা ঘটে।

বর্তমানে শিশুটি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ নং ২১২ তে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সকালে বোরকা পরা এক মধ্য বয়সী নারী কোলে ফুটফুটে এক শিশুকে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন হাসপাতালের সামনে। পরে ওয়াশরুমে যাওয়ার কথা বলে হাসপাতালে আসা দেলোয়ারা নামে এক নারীর কাছে সন্তানকে রেখে যান।দেলোয়ারার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামে। তার স্বামীর নাম মো. নূরুল ইসলাম।

দেলোয়ারা বলেন, সকাল সাড়ে দশটার দিকে মেয়ে শরিফাকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে আসি। এর কিছুক্ষণ পর মধ্য বয়সি এক নারী বাথরুমে যাওয়ার কথা বলে ফুটফুটে শিশুকে আমার কোলে রেখে চলে যান। চলে যাওয়ার তিন ঘণ্টা অতিবাহিত হলেও ঐ নারী ফিরে আসেননি।

এরপর হাসপাতালে তাকে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন দেলোয়ারা। শিশুটির গায়ে সাদা রঙের সেন্টু গেঞ্জি ও সাদা রঙের প্যান্ট পরা অবস্থায় রয়েছে।

শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাস বলেন, ছেলে শিশুটিকে হাসপাতালের একটি বেডে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটি রয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে একটি শিশু সন্তান ফেলে যাওয়ার খবর শুনেছি। এবিষয়ে হাসপাতাল কতৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মা,সন্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close