মানিকগঞ্জ প্রতিনিধি

  ২৭ অক্টোবর, ২০২১

পাটুরিয়ায় ১৭ ট্রাকসহ ডুবে গেল ফেরি

ছবি : প্রতিদিনের সংবাদ

পাটুরিয়ার দৌলতদিয়া ঘাটে বেশ কয়েকটি গাড়িসহ ডুবে গেছে রো রো আমানত শাহ নামের একটি ফেরি। বুধবার (২৭ অক্টোবর) সকালে গাড়ি আনলোড করার সময় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন।

তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নৌঙর করে রো রো আমানত শাহ ফেরি। দুই থেকে তিনটি গাড়ি নামার পরপরই ফেরিটি এক পাশে কাত হয়ে পানিতে ডুবে যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বুধবার সকাল ৯ টা ৩৪ মিনিটে কয়েকটি বাসসহ একটি ফেরি উল্টে যাওয়ার খবর পেয়েছে তারা। ইতোমধ্যে সেখানে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি হেলে পড়ে।

ওই কর্মকর্তা আরো জানান, ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দৌলতদিয়া-পাটুরিয়া,রো রো আমানত শাহ,ফেরি,গাড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close