reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় আলতাব হোসেন (৩০) নামে আটক এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া এ ঘটনা ঘটে। আলতাব হোসেন ওই গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আলতাব হোসেন গোপনে ওই নারীর বাড়িতে যান। এ সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

পরে ওই নারী কাজ শেষ করে ঘরের ভেতরে গেলে খাটিয়ার নিচে থাকা আলতাব হোসেন তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আলতাবকে আটক করে গণধোলাই দেয়।

এ বিষয়ে গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের মোল্লা বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় আলতাবকে আটক করেন এলাকাবাসী। পরে আমি ধামরাই থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার এসআই মো. আব্দুস সালাম বলেন, এক গৃহবধূর ঘরের ভেতরে ঢুকে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে বখাটে এক যুবক। এলাকাবাসী আটক করে থানায় ফোন দিলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলতাব হোসেনকে আটক করে ধামরাই থানায় নিয়ে আসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফাঁকা বাড়ি,গৃহবধূকে ধর্ষণচেষ্টা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close