উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২৬ অক্টোবর, ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন, আরও ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসায় দুর্বৃত্তদের হাতে ৬ জন খুনের ঘটনায় আরো ৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- শফিউল আলম, মোহাম্মদ হাসিম, ফরিদ ও জাহেদ হোসেন। তারা সকলেই উখিয়া থাইংখালীর বিভিন্ন ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা।

২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়। মূলত প্রত্যাবাসন বিরোধীরা মাদরাসার নিয়ন্ত্রণ নিতে না পেরে এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে ধারণা পুলিশের।

পরে ২৪ অক্টোবর ৬ খুনের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করা হয়। এ মামলায় এজাহারনামীয় ৫ জনসহ এ পর্যন্ত ১৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close