শেরপুর প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০২১

গণ-আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান এমরান সালেহ প্রিন্সের

‘এ দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা ও রাজনীতির পথকে যদি উদ্বুদ্ধ করতে চাই তাহলে আন্দোলনের মাধ্যমে এ দুঃশাসনের অবসান ঘটাতে হবে।’

শনিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সারা বাংলাদেশের নেতা, বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে কথা বলে দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন।

সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, পেশাজীবী সকলে এক বাক্যে বলেছেন, গণ আন্দোলন ছাড়া, কোন বিকল্প নাই। তাই এ দেশকে, দেশের মানুষকে দুঃশাসন মুক্ত করতে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাইকে গণ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বিকেল সাড়ে তিনটায় উপজেলার ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এণ্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালাম।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো.আব্দুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. গোলাম মোস্তফা শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জীবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক মো. সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহাগ রানা প্রমুখ।

কর্মী সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে আগামী দুই দিনের মধ্যে পুনরায় আহ্বায়ক কমিটি গঠন করারও নির্দেশনা দেন তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণ-আন্দোলন,এমরান সালেহ প্রিন্স
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close