নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২১

নাজিরপুরে তিন ইউপিতে মনোনয়ন বাছাই শেষ

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে এ যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এতে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে তিনটি ইউনিয়নে ১৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ২৫ জন এবং সাধারণ সদস্য পদে ১১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

জানা যায়, দীর্ঘা ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন জন, আশুতোষ বেপারী (নৌকা), শাহ্ আলম আকন, দ্বিজদাস হালদার (স্বতন্ত্র), এবং সংরক্ষিত মহিলা আসনে সাত জন সাধারণ সদস্য পদে ৩৪ জনের মনোনায়ন চুড়ান্ত হয়েছে।

শাঁখারীকাঠী ইউনিয়ন চেয়ারম্যন পদে পাঁচ জন, আক্তারুজ্জামান গাউস (নৌকা), মাহাবুবুর রহমান (ইসলামিক আন্দোলন), জাকির হোসেন খান, খালিদ হোসেন সজল, জিয়ারুল ইসলাম (স্বতন্ত্র), এবং সংরক্ষিত মহিলা আসনে নয় জন, সাধারণ সদস্য ৩৬ জন।

শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন, মামুন শেখ (ইসলামী আন্দলোন), মোঃ মোতাহার হোসেন হাওলাদার, মোঃ ছিদ্দিকুর রহমান তুহিন, মোঃ আলতাফ হোসেন বেপারী, সঞ্জয় মৈত্র পাগল, (স্বতন্ত্র), উত্তম কুমার মৈত্র (নৌকা), সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ সদস্য ৪৩ জন। এদের সবার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা করেণ আঞ্চলিক নির্বাচন অফিসার আবুবকর ছিদ্দিক। এদের মধ্যে তিন ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যনগণ নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাজিরপুর,ইউপিতে মনোনয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close