reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২১

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি শনাক্ত

সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া ছবি

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্তের কথা জানিয়েছে পুলিশ। ৩৫ বছর বয়সী ইকবাল হোসেনের বাড়ি কুমিল্লা নগরের সুজানগর এলাকায়।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবালকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের একাধিক সংস্থার তদন্তে এ নাটকীয় অগ্রগতি হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, শনাক্ত ইকবাল হোসেন কোথা থেকে কোরআন শরিফটি সংগ্রহ করেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাও বের করা হয়েছে।

সূত্র জানায়, গত বুধবারের এ ঘটনার পর গত এক সপ্তাহে ঢাকা ও কুমিল্লা পুলিশের কয়েকটি দল তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর ইকবালের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

ইকবাল হোসেন ভবঘুরে। তার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,পূজামণ্ডপে হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close