তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২১

জগন্নাথপুরে মেছোবাঘ আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মেছোবাঘ আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে মেছোবাঘটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি গ্রামে একটি মেছোবাঘ ঘোরাঘুরি করছিল। প্রায় প্রতিদিন গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে হাঁস মুরগি ধরে খেয়ে ফেলতো। মেছোবাঘটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন তারা। অবশেষে ওই গ্রামের জালাল আহমদ নামের এক যুবক একটি লোহার ফাদ জাতীয় খাচা তৈরি করে খাঁচার ভেতর হাঁস, মুরগি বেঁধে রেখে খাঁচার দরজা খুলে রাখেন। সকাল সাতটার দিকে মেছোবাঘটি যখন খাঁচার ভেতরে থাকা মুরগি ও হাঁস খেতে প্রবেশ করে তখনই ওই যুবক খাঁচার দরজা বন্ধ করে দেন।

জালাল আহমদ জানান, বেশ কিছুদিন যাবৎ মেছোবাঘটি গ্রামের অনেকের বাড়িতে ঢুকে হাঁস মুরগি ও ছাগল ধরে খেয়ে ফেলতো। আমাদেরও ১৫ থেকে ২০টি হাঁস ও মুরগি খেয়ে ফেলেছে। অবশেষে ফাঁদ পেতে আমি মেছোবাঘটি ধরতে সক্ষম হয়েছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম জানান, এ বিষয়ে বনবিভাগের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা মেছোবাঘটি নেওয়ার জন্য এসেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জগন্নাথপুর,মেছোবাঘ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close