ভোলা প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০২১

ভোলায় ডিজিটাল সাদাছড়ি পেলো দৃষ্টিপ্রতিবন্ধীরা

‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে ভোলায়।

শনিবার (১৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে শতাধিক অসচ্ছল দৃষ্টিপ্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।

ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক--ইলাহী চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন-ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজি গোলাম কবির, ভোলার প্রবীণ সাংবাদিক এম আবু তাহের প্রমুখ।

জেলা প্রশাসক মো. তৌফিক--ইলাহী চৌধুরী বলেন, দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বর্তমান সরকার দেশে প্রথমবারের মতো তৈরি করেছে ডিজিটাল সাদাছড়ি। যার মাধ্যমে একজন দৃষ্টিপ্রতিবন্ধী অটোমেটিক নাইট ভিশন সিকিউরিটি মুডসহ বাংলা ভাষায় কথা বলে ভাইব্রেশনের মাধ্যমে চলাচল করতে পারবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দৃষ্টিপ্রতিবন্ধী,ডিজিটাল সাদাছড়ি,ভোলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close