সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ১৬ অক্টোবর, ২০২১

পাবজি খেলা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

মানিকগঞ্জের সিংগাইরে পাবজি খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে খুন হলো রাজু (১৩) নামের এক কিশোর।

নিহত রাজু উপজেলার সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের মোসলেম মিস্ত্রী ওরফে মোছার ছেলে।

এদিকে খুনের সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত একই এলাকার রাজু কোরাইশীর ছেলে আলিফকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পাবজি খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজুকে বাড়ি থেকে ডেকে নেয় আলিফ। পরে তাকে কৌশলে নিলাম্বরপট্রি এলাকার রুপারচর বাজারের কালিগঙ্গা নদীর পাড়ে কাশবনের ভেতর নিয়ে মুখে শার্ট ডুকিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায় মৃত ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি আরও বলেন, কাশবনের ভেতর গোঙ্গানির শব্দ পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নেয়। অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে রাজুর মৃত্য হয়।

তিনি জানান, মৃত্যর খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তর বাড়ি ঘেরাও করে। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে’, বলেন ওসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোর,পাবজি খেলা,সিংগাইর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close