নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০২১

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং কালিগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে সোলাইমান (৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত সোলাইমান ওই ইউনিয়নের মধুচর গ্রামের আমিনুর ইসলামের ছেলে এবং স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল বলে জানা যায়।

সুলাইমানের মামা হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জী বলেন, সোলাইমান তার নানা বাড়ি পূর্ব মেলেং বেড়াতে আসে। শুক্রবার দুপুর ১২টায় তার মামাতো ভাইয়ের সাথে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে।

স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা নদীতে খোঁজাখুঁঁজির করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যায় নদী থেকে সোলাইমানের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, সংবাদ পেয়ে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে বাচ্চাটিকে মৃত উদ্ধার করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নানা বাড়ি,পানিতে ডুবে,শিশুর মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close