বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২১

বাবুগঞ্জে সন্ধ্যা নদীর মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদী পাড়ের মাটি কাটায় এক ইটভাটা মালিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এ জরিমানা আদায় করেন।

বৃহস্পতিবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীর পশ্চিম ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা অবস্থায় এস বি আই ইটভাটার ট্রলারসহ ৪ জনকে আটক করে।

সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদী পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছিল। নদীর পাড় কাটাতে ভাঙনকবলিত এলাকাগুলির ভাঙন ঝুঁকি আরো বৃদ্ধি পায়। আইনানুযায়ী নদী এলাকার অন্তত এক কিলোমিটারের মধ্যে সরকারি প্রয়োজন কিংবা অনুমতি ছাড়া মাটি কাটা অথবা খনন করা দন্ডনীয় অপরাধ।

পরে আটক ট্রলার ও শ্রমিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং এমন অপরাধ না করার শর্তে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

প্রসঙ্গত, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নদী পাড়ের মাটি কাটা শাস্তিযোগ্য অপরাধ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাবুগঞ্জে নদী,নদীর মাটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close