মৌলভীবাজার প্রতিনিধি

  ১৪ অক্টোবর, ২০২১

নিরাপদে পর্যটন কেন্দ্র ভ্রমণে চালু হলো ট্যুরিস্ট বাস

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার দর্শনীয় স্থান সহজ ও নিরাপদে ভ্রমণের জন্য চালু হলো ট্যুরিস্ট বাস।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে ট্যুরিস্ট বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে ট্যুরিস্ট বাসটি চালু করতে যারা সহযোগিতা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এগিয়ে যাওয়া পর্যটন শিল্প করোনা মহামারির কারণে আজ ধস নামতে বসেছে। আশার দিক হলো, বাংলাদেশের মানুষ এখন সময় পেলেই ঘুরতে চায়। খরচ বেশি হলেও তারা দেখে সার্ভিস ভালো কিনা। পর্যটকরা সিলেট আসলেই মৌলভীবাজারে এসে ঘুরে যায়। তাই পর্যটকদের জন্য বাস সার্ভিসটি নিঃসন্দেহে নিরাপদ, সহজ ও সাবলীল।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সারা দেশে ৬৪টি জেলার মধ্যে ট্যুরিস্ট বাস সার্ভিসটি একেবারে নতুন ও ব্যতিক্রম। তাই সকল ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সহযোগিতায় আমরা তা বাস্তবায়ন করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এতে আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা।

ফাতেমা এন্টারপ্রাইজের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া ট্যুরিস্ট বাসে ভ্রমণপিপাসুদের সুবিধার্থে ট্যুরিস্ট স্পটে প্রবেশমূল্য ফ্রি রাখা হয়েছে। প্রতিদিন দুটি বাস পর্যটন স্পটে যাওয়া আসা করবে।

প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে।

বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরণা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান।

প্যাকেজ-১ চা-বাগান/গগণটিলা /মাধবপুর লেক/ হাকালুকি হাওর জনপ্রতি ভাড়া ৩৫০ টাকা (দুপুরের খাবার ব্যতীত) জনপ্রতি ৪০০ টাকা (দুপুরের খাবারসহ)।

প্যাকেজ-২ লাউয়াছড়া জাতীয় উদ্যান/মাধবপুর লেক/ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন (সিতেশ বাবুর চিড়িয়াখানা) বাইক্ক্ বিল ভাড়া জনপ্রতি ৩৫০ টাকা (দুপুরের খাবার ব্যতীত), জনপ্রতি ৪৫০ টাকা (দুপুরের খাবার) নির্ধারণ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্যুরিস্ট বাস,পর্যটন কেন্দ্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close