বরিশাল প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২১

বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বরিশালে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৩ অক্টোবর সকাল ১০টায় জেলা প্রশাসন’র আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার’র পক্ষে উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, প্রশান্ত কুমার দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডঃ নাসির উদ্দীন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়সহ স্থানীয় ফায়ার সার্ভিস এর ঊর্ধ্বতন কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, সিপিবির সদস্যরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিরা। আলোচনা সভায় অতিথিরা দিবসটির তাৎপর্য তুলে ধরেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর পরিবেশনায় ভূমিকম্প, অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস,বরিশাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close