হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২১

ইউপি নির্বাচন : হালুয়াঘাটে নৌকা পেলেন যারা

আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

পরে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে হালুয়াঘাট উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্তদের তালিকা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ।

মনোনয়ন প্রাপ্তরা হলেন, হালুয়াঘাট উপজেলার ১নং ভূবনকুড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন আলহাজ্জ এম সুরুজ মিয়া, ২নং জুগলী ইউনিয়নে মোহাম্মদ ছামাদুল ইসলাম, ৫নং গাজিরভিটা ইউনিয়নে মোঃ আবদুল মান্নান, ৬নং বিলডোরা ইউনিয়নে মোঃ জাহাঙ্গীর হোসেন, ৭নং শাকুয়াই ইউনিয়নে মোঃ সাহেদ আলী, ৮নং নড়াইল ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, ৯নং ধারা ইউনিয়নে মোঃ তোফায়েল আহমেদ বিপ্লব, ১০নং ধুরাইল ইউনিয়নে মোঃ ওয়ারিছ উদ্দিন (সুমন), ১১নং আমতৈল ইউনিয়নে মোঃ আক্কাছ আলী ও ১২নং স্বদেশী ইউনিয়নে মোঃ খোরশেদ আলী।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে ১০টি ইউনিয়নের জন্য ৪৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এদের মধ্য থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ১০ প্রার্থীকে মনোনয়ন প্রদান করেন।

এর মধ্যে উপজেলার জুগলী, গাজিরভিটা ও স্বদেশী ইউনিয়নে এবার প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। অপর দিকে ৫ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরসহ গত নির্বাচনের পরাজিত ২ প্রার্থীকে দলীয় মনোনয়নে বহাল রাখা হয়।

উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে উপজেলার ৪নং হালুয়াঘাট সদর ও ৩নং কৈচাপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালুয়াঘাট,ময়মনসিংহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close