তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০২১

উচ্চশিক্ষার আশায় ফিরল প্রেমিকের বাড়ি অনশনরত ছাত্রী

প্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ১২ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করা অষ্টম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী তার নিজ বাড়িতে ফিরেছে।

প্রেমিক আল আমীনের বাবা ও অনশন করা স্কুলছাত্রীর বাবা তারাগঞ্জ থানায় তাদের ছেলে-মেয়েকে নিয়ে আসেন। থানায় আসার পর দুজনের অভিভাবক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদকে নিয়ে আলোচনা করেন। আলোচনায় মেয়ের বাবা বলেন, আমার মেয়ে অবুঝ তার এখনো বিয়ের বয়স হয়নি। সে কেবল অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে আমি উচ্চ শিক্ষিত করবো তারপর বিয়ে দেবো। মেয়ের বাবার কথায় সম্মতি দেন প্রেমিক আল আমীনের বাবা। প্রেমিক আল আমীনের বাবা বলেন, তারা দুজনেই অল্পবয়সী। তাদের দুজনেরই এখনও বিয়ের বয়স হয়নি। তারা দুজনেই আগে উচ্চ শিক্ষিত হোক তারপর পরিবারের সবাই মিলে আমরা ধুমধাম করে সবার সম্মতিতে বিয়ে দেবো।

অভিভাবকদের কথা বুঝতে পেরে সেই স্কুলছাত্রী উচ্চ শিক্ষিত হওয়ার অঙ্গিকার নিয়ে তার বাবার সঙ্গে নিজ বাড়িতে চলে যায়। উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করার অভিপ্রায় ব্যক্ত করেন সে।

উল্লেখ্য, ভালবাসার সম্পর্কের জের ধরে গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী একই উপজেলার হাড়িয়ারকুটি ইউনিয়নের মুকুলের বাজার পঞ্চায়েত পাড়া গ্রামের প্রেমিক আল আমীনের বাড়িতে অবস্থান নেয়। সেদিন আল আমীনের অভিভাবকেরা মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু তার পরের দিন ২৯ সেপ্টেম্বর মেয়েটি আবারও আল আমীনের বাড়িতে চলে আসে। সেখানে ১২ দিন অনশন করে অবশেষে তার বাবার বাড়িতে ফিরেছেন।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ছেলেমেয়ে উভয়পক্ষের অভিভাবকেরা তারা তাদের সন্তানদের নিয়ে থানায় এসেছিলো। আমি উভয় পক্ষের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা উভয়েই সম্মতি দিয়ে তাদের সন্তানদেরকে নিজ নিজ বাড়িতে নিয়ে গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উচ্চশিক্ষা,অল্প বয়স,১২ দিন অনশন,বাড়ি ফিরল,ছাত্রী,তারাগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close