reporterঅনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর, ২০২১

কলেজছাত্র রাজু হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

রাজশাহীর নিউমার্কেট এলাকায় চাঁদার দাবিতে কলেজছাত্র রাজু আহমেদকে হত্যার অভিযোগে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ মামলার রায়ে বাকি নয় আসামিকে খালাস দেন।

এ মামলার ১৫ আসামির মধ্যে একজন বিচার চলাকালে মারা যান। বাকি ১৪ জন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন—রাজশাহীর দড়িখরবনা এলাকার সাজ্জাদ হোসেন সাজু, আজিজুর রহমান রাজন, রিংকু ওরফে গয়া, দুর্গাপুরের ইসমাইল হোসেন ও বাগমারার মাদারীগঞ্জের মাহমুদুর রশীদ রেন্টু।

প্রসঙ্গত, রাজুর বাবা এছার উদ্দীনের গয়নার দোকানে চাঁদা দাবি করেছিল আসামিরা। তা না পেয়ে ২০১০ সালের ১৫ মার্চ রাজশাহী নিউমার্কেটের সামনে রাজুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরি মেরে হত্যা করা হয়। পরে এছার উদ্দীন ১৫ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচার শেষে আজ আসামিদের দোষী সাব্যস্ত করে আদালত রায় দিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,কলেজছাত্র হত্যা,রাজশাহী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close