গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০২১

বিয়ের অনুষ্ঠানে পুলিশের হানা, রক্ষা পেল ফারজানা

ছবি : প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির স্কুলছাত্রী ফারজানা। সোমবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১১টার সময় উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের ফোরকানের মেয়ে নবম শ্রেণি পড়ুয়া ফারজানার বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় পরিবারটি। সে অনুযায়ী বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে উপস্থিত হলে বর পক্ষ পালিয়ে যায় এবং বিয়ে ভেস্তে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, লেখা-পড়া শেষ না করা পর্যন্ত ফারজানার বিয়ে দেবে না পরিবারটি-লিখিতভাবে এমন অঙ্গীকার করায় ফারজানার বাবা-মায়ের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোবিন্দগঞ্জ,বাল্যবিয়ে,পুলিশের হানা,ফারজানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close