reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০২১

খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু

প্রতীকী ছবি

ব্যাডমিন্টন খেলার মাঠের বাল্বে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে দুই বন্ধুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (১১ অক্টোবর) রাত ৮টার দি‌কে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উত্তর দাদপুর চর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

মৃতরা হলেন- দেলোয়ার মীরের ছেলে অপু মৃধা (২৫) ও মাজেদ মাঝির ছেলে শা‌কিল মা‌ঝি (২২)। তারা একই এলাকার বা‌সিন্দা।  

উত্তর চর গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার শহিদুল ইসলাম বলেন, অপু ও শাকিল রাত আনুমানিক ৮টার সময় বাড়ির পাশে একটি মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।  

মে‌হে‌ন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে ময়নাতদন্ত হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুই বন্ধুর মৃত্যু,বিদ্যুৎস্পৃষ্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close